Header Ads

Header ADS

****গল্পঃবিয়ে****

****গল্পঃবিয়ে****

(((প্রথমে বলে নেই যে কেউ খারাপ কমেন্ট করবেন না আর আমার এখানে গল্প ছোট হয় যে এটার সমস্যাও আছে))) শালার সকাল থেকে মাথাটা গরম হয়ে আছে কারন হলো মা ৩দিনের ভেতর বিয়ে দেবে,,মাকে যে কতোবার বলছি যে মা আমি আগের নিজের পায়ে দাড়াই..কিন্তু কে শুনে কার কথা...আমার পরিচয়টাও তো দেওয়া হয়নাই,,আমি শুভ..ইন্জিনিয়ার শেষ করেছি...কোথায় আগে চাকরি করব তা না এর আগেই এসব শুরু হয়ে গেল।। আসেন মূল কথায়---যাক আজ বিয়ে টা হয়েই গেছে!!! যখন বউকে নিয়ে আসবো তখন বৌ তার বাবা আর মাকে ধরে যে কান্না শুরু করছে তাতে তার মুখের সব ময়দা মুখে লেপ্টে যাইতাছে।আমার বৌর নাম হলো জান্নাত।যাক যখন বৌকে নিয়ে বাড়িতে আসলাম তখন অনেক মানুষ নতুন বৌকে দেখার জন্য অনেক মানুষ দাড়িয়ে আছে,,আমি ওখান থেকে সোজা বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম ।।১১:৪০ মিনিটে আম্মুর ফোন,,-কই তুই শুভ তাড়াতাড়ি বাড়িতে আয়।।।-আসতাছি...ওদের থেকে বিদায় নিয়ে বাড়িতে আসলাম,,এসেই আম্মুর বকা।।।যাক বাঁশর ঘরে ঠুকলাম..বৌ খাঁট থেকে নেমে সালাম করল..আবার ইয়া বড় একটা ঘোমটা দিয়ে আবার আগের যায়গায় বসলো..আমি আস্তে আস্তে গিয়ে খাঁটের উপর বসলাম..ঘোমটাটা উঠিয়ে আমি তো পুরাই 'থ'..মেয়েটা এত মায়াবি কেন?চলবে....

No comments

Powered by Blogger.