REALITY
REALITY
কি হবার ছিল কি হয়ে গেল
ভালবেসে মন কি পেল
ভেবে ছিলাম ভালবেসে
কিনব আমি একমুঠ সুখ
ছিল যে হৃদয় পরিপাটি
আজ সে হৃদয় পোরামাটি
কি হবার ছিল হয়ে গেলো
ভালবেসে মন কি পেল
আজ দেখি ভালবেসে
জীবন যুরে অচেনা দুখ
হঠাৎ করে জীবন আমার
হয়ে গেল এল মেল
কি হবার ছিল কি হয়ে গেল
ভালবেসে মন কি পেল
#অন্ধকারের_পথযাত্রী
No comments