BANGLA STORY 3
একটি ছেলে একটি মেয়েকে অনেক ভালোবাসতো মেয়েটাও ভালোবাসতো তবে ছেলেটাকে নয় ছেলেটার টাকাকে।ছেলেটা প্রচুর টাকা ব্যায় করতো মেয়েটার পেছনে যখন টাকা না থাকতো তখন ছেলেটার বাবার পকেট অার ঘরের অালমারি থেকে টাকা চুরি করতো তবুও মেয়েটার চাহিদা পূরন করতে পারতোনা।একদিন ছেলেটার মার অনেক বড়ো অসুখ হয় চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন পরে এদিকে ছেলেটার বাবা অভাবে পরে যায় চিকিৎসা করতে এতো টাকা ওনার কাছে নাই তাই তিনি পরিচিতো মানুষদের কাছ থেকে অনেক কষ্টে চিকিৎসার টাকা যোগার করে। টাকাগুলো ছেলের পরার টেবিলে রেখে ছেলেটার মায়ের কাছে যায় এদিকে ছেলেটা বাহির থেকে ঘরে এসে পরার টেবিলে টাকাগুলা দেখে চুরি করে নিয়ে যায় কারন অাজ ছেলেটার gfএর জন্মদিন তাই মেয়েটা ছেলেটার কাছে gold নেকলেজ চাইছিলো।ছেলেটা মেয়েটার জন্য gold নেকলেজ কিনে মেয়েটার বাসায় যাচ্ছিলো পথিমধ্যে হাইজাকাররা ছেলেটাকে ধরলো অার ছেলেটাকে মারধর করে নেকলেজটা নিয়ে গেলো অার ছেলেটা অসহায় হয়ে মেয়েটার কাছে গেলো অার ছেলেটার ঘটে যাওয়া ঘটনা বললো অার বললো অামি পারলামনা তোমার কথা রাখতে মেয়েটা এসব শুনে ছেলেটাকে অপমান করে ছেলেটাকে তারিয়ে দেয়।এদিকে ছেলেটা মন অসহায় অবস্থায় বাসায় এসে দেখে বাসা একধম নিরব নারব কোনো সারা শব্দ নেয় অার ছেলেটার বাবা দরজায় বসে কাদছে ছেলেটা জানতে চাইলো কি হইছে।পাশের বাসার এক লোক বললো তোমার মার খুব অসুখ ছিলো চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিলো তোমার বাবা মানুষের কাছ থেকে ধার করে টাকাগুলা জোগার করে অার সেই টাকাগুলো চুরি হয়ে যায় তাই তোমার মা চিকিৎসার অভাবে মারা গেছে।ছেলেটা ঘরের ভেতরে গিয়ে মায়ের মরা মুখ দেখলো অার মায়ের পায়ে ধরে অনেক কাদতে থাকলো
এমনি অামাদের সমাজে কিছু কিছু মানুষ অাছে তারা বুঝতে চায়না অার যখন বুঝে অাসে তখন করার অার কিছুই থাকেনা।
এমনি অামাদের সমাজে কিছু কিছু মানুষ অাছে তারা বুঝতে চায়না অার যখন বুঝে অাসে তখন করার অার কিছুই থাকেনা।
No comments