Header Ads

Header ADS

bangla story 2

 Bangla story 2

হয়ত আমার বিয়েটা তোমার সাথে হবেনা অন্য
কারো সাথে হবে যাকে চিনিনা জানিনা, আমার
অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমাকে ছোঁবে আমি
চাইলেও কিছু করতে পারবনা ঐ শক্তি আমার
থাকবেনা আমার অনেক ঘেন্না লাগবে কারন আমাকে যে অন্য কারো ছোঁয়ার কথা ছিল যখন তাকিয়ে
দেখবো এটা সে না অন্যকেউ তখন ঘেন্নায় আমার
বমি আসবে আমি পারবনা বমি করতে, আমি কান্না
করব তখন সে ভাববে আমি সুখের কান্না কাঁদতেসি কিন্তু সে বুঝবেনা এভাবে প্রতিদিন হবে একেকটা রাত
আমার কাছে ধর্ষণ এর রাত মনে হবে কিন্তু আমার যে কিছুই করার নেই, আমি যে একটা কাগজে সই করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি।
প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে
কিন্তু আমি তো তোমার ফ্যামিলি নিয়ে সপ্ন দেখেছিলাম তাদের মন জয়ের সপ্ন দেখেছিলাম অথচ দেখো কিছুই হলোনা। একসময় আমি অভ্যস্ত হয়ে যাবো এসব এ তারপর হঠাৎ একদিন জানবো আমি মা হবো, এটা তো নারীর জীবনের সবচাইতে সুখের দিন কিন্তু
আসলেই কি আমি ঐদিন সুখি হবো? না হবোনা, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হবে কারন বাচ্চাটা আমার
ভালোবাসার চিহ্ন না, তাও ওকে দুনিয়ায়
আনতে হবে কারন ওর তো আর কোনো দোষ নেই, ওর
হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে, একসময় ওকে বড়ো করা স্কুল এ নিয়ে যাওয়া
ওকে মানুষের মত মানুষ বানাতে গিয়ে কখন যে ৫০ বছর হয়ে যাবে বুঝতেই পারবনা।
এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে লুকিয়ে লুকিয়ে কাঁদব তারপর দীর্ঘশাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাবো এভাবেই সময় কেটে যাবে তারপর হয়ত কোনো এক রাতে ঘুমের মধ্যেই চলে যাবো পরকালে হয়ত তুমি সেদিন জানবেনা হয়ত আমার কথা মনে করে তুমিও কোনো বর্ষমুখর দিনে চোখ ভিজাবে নাহয় ভিজাবেনা। আমার মনের সেই কষ্টগুলো অব্যক্তই থেকে যাবে😰
ভালোবাসার গল্পকথক

No comments

Powered by Blogger.